জাতীয় শোক দিবসে সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ | আপডেট: ৯:৩৫ অপরাহ্ণ,

লতা মন্ডল – সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান শাখা ।

 

সংগঠনটি কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক জানায়, ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সর্বকালের সব শ্রেষ্ঠ বাঙালি, সিরাজদিখান উপজেলা পরিষদের নতুন ভবন চত্তেরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে জোটের নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

 

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সিরাজদিখান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপক পিউস, সিরাজদিখান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল জলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন তালুকদার,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য আব্দুর রশিদ রতণ, মধ্যপাড়া ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ ফারুক শেখ, ইছাপুরা ইউনিয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ জুল হাস শেখ,রশুনিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আনোয়ার হোসেন চোকদার,কেয়াইন ইউনিয়ন ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদ মোঃ আব্দুল রাজ্জাক, ইছাপুরা ইউনিয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক আলম শেখ প্রমুখ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *