দক্ষিণ কেরানীগঞ্জের ভূমিদস্যু সেলিম মেম্বার বাহিনীর তাণ্ডব, আহত ৪

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩ | আপডেট: ১:৩৫ পূর্বাহ্ণ,

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কেরানীগঞ্জের বর্তমান ইউনিয়ন পরিষদের মেম্বার সহ চারজনকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ভূমিদস্যু সেলিম মেম্বার বাহিনীর বিরুদ্ধে।

 

গত রবিবার (২৮ মে) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেয়ারা বাজার খানকা শরীফের সামনে ওই ঘটনা ঘটেছ। অবৈধভাবে জমি দখলে বাধা দেওয়ায় ওই তাণ্ডব চালানো হয়। এতে আহত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহাঙ্গীর হোসেন কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

ঘটনা সূত্রে জানা যায়, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেয়ারা বাজার খানকা শরীফের সামনে একটি সরকারী খাস জমি নিয়ে সাবেক মেম্বার সেলিম গংয়ের সাথে দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহাঙ্গীর হোসেনের বিরোধ চলে আসছে।

 

সোমবার উক্ত জমিতে রাতে আঁধারে সাবেক মেম্বার সেলিমের লোকজন স্থায়ীভাবে দোকান ঘর নির্মাণ করতে থাকে। খবর পেয়ে এক নং ওয়ার্ডের বর্তমান জনপ্রতিনিধি জাহাঙ্গীর মেম্বার জমিতে গিয়ে বিবাদীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম মেম্বারের লোকজন জাহাঙ্গীর মেম্বারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। কিছুক্ষণ পর জমির পাশে জাহাঙ্গীর মেম্বারের অফিসে বসে এলাকার লোকজনের সাথে আলোচনার একপর্যায়ে রামদা, ছুরি, লোহার রডসহ অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে সেলিম মেম্বারের নেতৃত্বে হামলা চালায় সন্ত্রাসী বাহিনী।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে মূলত সেলিম ব্যাপারীর ছোট ভাই নাদিম বেপারী ও সেলিম বেপারী দুজনেই এলাকায় চিহ্নিত মাদক কারবারি। সেলিম মেম্বারের আশ্রয় প্রশ্রয়েই নাদিম উক্ত অঞ্চলে মাদকের সাম্রাজ্য করে তুলেছেন। জাহাঙ্গীর মেম্বার এ মাদক ব্যবসায় প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। এতে তারা জাহাঙ্গীর মেম্বার এর উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত ছিল বলে জানা গেছে।

 

হামলায় জাহাঙ্গীর মেম্বার সহ তার ভাগিনা সাজ্জাদ হোসেন (২১), সাহাদাত হোসেন (২৪), আবু সাঈদ (৪৪) গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ভাগিনা সাজ্জাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

 

তাদেরকে জখম করে সেলিম মেম্বার, মামুন আলীর ছেলে রাজা, রাকিবের ছেলে সোহেল, মৃত কালো মিয়ার ছেলে জাহের, ইউনুস মিয়ার ছেলে ইসহাক নবী, সালাউদ্দিন বেপারীর ছেলে মৃদল বেপারী ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই সজিব চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধান আসামি সেলিম মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *