আজই টি২০ সিরিজ জিততে চায় বাংলাদেশ

প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৩ | আপডেট: ৮:৪৪ পূর্বাহ্ণ,

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। সুযোগ বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নেওয়ার।সেই লক্ষ্যে রোববার (১২ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। চোখ এবার সিরিজ জয়ে দিকে। ম্যাচ শুরু হবে বিকেল তিনটায়।চট্টগ্রামে প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তবে খেলা যেহেতু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, তাই চট্টগ্রামের মতো অত সহজ উইকেট হবে না, তা অনেকটাই অনুমান করা যায়। তবে ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে জয় সম্ভব। অন্যদিকে, ইংল্যান্ডের বড় শক্তি বোলিংয়ে। আদিল রশীদ, জোফরা আর্চার, মার্ক উডরা নিজেদের দিনে কতটা ভয়ংকর, তা বলার অপেক্ষা রাখে না। একদিকে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ইংলিশরা। অন্যদিকে বাংলাদেশ নামবে সিরিজ নিজেদের করে নিতে। সিরিজ নিশ্চিত করতে চায় দ্বিতীয় ম্যাচেই। প্রতিশোধ নিতে চায় ওয়ানডে সিরিজ হারের।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবতর্নের সম্ভাবনা নেই। তবে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড দলে।

 



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *