রথযাত্রা মহোৎসব মহাহরিনামা সংকীর্তন ও বণার্ঢ্য শোভাযাত্রা রংপুরে অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩ | আপডেট: ৬:০৯ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র: রংপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব, মহাহরিনামা সংকীর্তন ও বণার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (২০ জুন) মঙ্গলাবার বিকাল ৩টায় রংপুর রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যোগে ক্ষত্রিয় সমিতিতে প্রধান অতিথি থেকে রথযাত্রা উদ্বোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি রাম জীবন কুন্ড। মঙ্গল দীপ প্রজ্জলন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী ধীমান ভট্টাচার্য্য।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শ্রী নিপেন্দ্র নাথ রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলার সহ-সভাপতি ড.উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক পার্থ বোস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নির্মলেন্দু গোস্বামী, শ্রীযুক্ত বাবু বিকাশ রায়, কোষাধক্ষ শ্রী নিখিল বাগচী, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু শ্রী প্রকাশ চন্দ্র বর্মণ, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু কুমারেশ রায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর কমিটির সভাপতি শ্রী অজয় সরকার দুলু, হিন্দু পরিষদ রংপুর বিভাগের আহবায়ক বাবু শ্রী পুলক বসাক, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি সভাপতি শ্রী পলাশ রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ তারাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি শ্রীমান জগৎবন্ধু জগদীশ্বর দাস ও সাধারণ সম্পাদক শ্রীমান প্রশান্ত মধাব দাসসহ অন্যান্য নেতৃবৃন্দগণ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *