বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর ২৮ তম স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩ | আপডেট: ৮:৪১ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজারহাটে বিশিষ্ট শিক্ষানুরাগী গণপরিষদ সদস্য রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রাজারহাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর ২৮ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (৪ নভেম্বর) শনিবার দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজ আয়োজিত প্রতিষ্ঠান চত্বরে অধ্যক্ষ আসিফ সোহরাওয়ার্দী রাজনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ পুত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান। রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়। অজয় কুমার সরকার চাকির পশার ইউনিয়নের যুবলীগের সভাপতি সহ অনেকেই।

 

উক্ত স্মরণ সভায় আর ও উপস্হিত ছিলেন- প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মোঃ সামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মরহুম আবদুল্লাহ সোহরাওয়ার্দী মুকুটহীন সম্রাট, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের পবিত্র সংবিধানের অন্যতম প্রনেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী প্রতিষ্ঠাতা, সাবেক কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য, শিক্ষানুরাগী, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল প্রধান শিক্ষক, সাবেক এমপি, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক, সাবেক জাতীয় ও গণপরিষদের সুযোগ‍্য সদস্য এবং অনেকেরই রাজনৈতিক গুরু ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *